Kose Dekhi 1.3 Class 6

আপনিও যদি ষষ্ঠ শ্রেনীর কষে দেখি 1.3 এর সমাধান খুজছেন তাহলে আপনি একেবারে সঠিক জায়গায় এসেছেন, নিচে আপনি Class 6 Kose Dekhi 1.3 সমস্ত সমস্যার সমাধান পেয়ে যাবেন। এই অনুশীলনে তোমাদের পূর্বপাঠের অনুশীলনের অঙ্ক আছে।

Kose Dekhi 1.3 Class 6

2. মনে মনে ভেবে নিজে করি —

(a) অর্ধেক রুটি বলতে মোট রুটির কত অংশ দেখি।

অর্ধেক রুটি বলতে বোঝায় মোট রুটির 𝟏𝟐\bold{\large\frac{1}{2}} অংশ।

(b) আমার কাছে একটি বড়ো চকোলেট আছে। আমি সেই চকোলেটকে সমান 8টি টুকরো করে 3টি টুকরো বোনকে, 2টি টুকরো ভাইকে দিলাম ও বাকি টুকরোগুলি নিজে খেলাম। আমরা কে কে চকোলেটের কত অংশ পেলাম দেখি।

সমাধান:

বোনকে দিলাম 8টি টুকরোর মধ্যে 3 টি অর্থাৎ 𝟑𝟖\bold{\large \frac{3}{8}} অংশ

ভাইকে চকলেট দিলাম 8 টুকরোর মধ্যে 2 টি অর্থাৎ ভাই পেলো 𝟐𝟖\bold{\large \frac{2}{8}} অংশ

আমি খেলাম (8 – 3 – 2) = 3 টি চকোলেট 8টির মধ্যে অর্থাৎ আমি পেলাম 𝟑𝟖\bold{\large \frac{3}{8}} অংশ

(c) 1 থেকে 10-পর্যন্ত সংখ্যাগুলি ও মৌলিক সংখ্যাগুলি লিখি। এদের মধ্যে মোট পূর্ণ সংখ্যার কত অংশ মৌলিক সংখ্যা আছে খুঁজি।

1 থেকে 10-পর্যন্ত মোট সংখ্যা হল 10 টি

1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হল = 2,3,5 ও 7
তাহলে মোট মৌলিক সংখ্যা হল = 4টি

মোট পূর্ণ সংখ্যার 𝟒𝟏𝟎\bold{\large\frac{4}{10}} অংশ মৌলিক সংখ্যা

(d) ঝুড়িতে কিছু কমলালেবু আছে। অর্ধেক লেবু দাদুকে দেওয়ার পরে ঝুড়িতে 2টি লেবু পড়ে রইল। দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে কটি লেবু ছিল হিসেব করি।

(e) একই মাপের দুটি গ্লাসে একই পরিমাণ সরবত তৈরি করা হল। প্রথম গ্লাসে সরবতের 𝟏𝟓\large\bold{\frac{1}{5}} অংশ চিনি আছে, দ্বিতীয় গ্লাসের সরবতের 𝟐𝟕\large\bold{\frac{2}{7}} অংশ চিনি আছে। সরবত খাওয়ার আগেই কোন্ গ্লাসের সরবত বেশি মিষ্টি দেখি।

(f) স্কুলের গেটে 𝟓𝟕\bold{\frac{5}{7}} অংশ রং করা হয়ে গেছে। কত অংশ রং করতে বাকি আছে হিসাব করি।

(g) আমার কাছে 20 টাকা আছে। আমি 5 টাকা খরচ করলাম। আমি আমার টাকার কত অংশ খরচ করলাম ও কত অংশ এখনও আমার কাছে আছে হিসাব করি।

(h) রাজিয়ার কাছে 36টি কুল আছে। সে তার মোট কুলের 𝟐𝟑\large\bold{\frac{2}{3}} অংশ আমাকে দেবে। রাজিয়া কতগুলি আমাকে দেবে হিসেব করি।



Leave a Comment