পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত পঞ্চম শ্রেনীর টাকা পয়সা অধ্যায়ে সমস্যা সমাধান দেওয়া হল যা বইয়ের 152 ও 153 পাতায় রয়েছে।
Class 5 Page 152 টাকা পয়সা অধ্যায়ের সমাধান
১) বাবা বাজার থেকে ১৭.৮০ টাকার বেগুন, ২৫.৭০ টাকার পেয়াঁজ ও ১২ টাকার লেবু কিনেছেন । বাবা মোট কত টাকার বাজার করেছেন ?
সমাধান,
বেগুন কিনেছেন ১৭.৮০ টাকা
পেঁয়াজ কিনেছেন ২৫.৭০ টাকা
লেবু কিনেছেন + ১২.০০ টাকা
__________
৫৫ .৫০ টাকা
উত্তর: বাবা বাজার করেছেন ৫৫.৫০ টাকার অর্থাৎ ৫৫ টাকা ৫০ পয়সার আনাজ কিনেছেন ।
২) শম্পা দোকান থেকে ২৫.৫০ টাকার খাতা, ৫.৫০ টাকার পেন, ১২৫.৫০ টাকার বই কিনল। শম্পা মোট কত টাকার জিনিস কিনল?
সমাধান,
২৫.৫০ টাকায় খাতা কিনেছে
৫.৫০ টাকায় পেন কিনেছে
+ ১২৫.৫০ টাকায় বই কিনেছে
___________
১৫৬.৫০ টাকা
উত্তর: শম্পা মোট ১৫৬.৫০ টাকার জিনিস কিনল।
৩) তুমি বসে করে স্কুলে যাচ্ছ । কন্ডাক্টারকে ২০ টাকা দিলে । তিনি তোমাকে ১৫.৫০ টাকা ফেরত দিলেন । কন্ডাক্টার কত টাকা নিলেন ?
সমাধান,
২০.০০ টাকা কন্ডাক্টারকে দিলাম
– ১৫.৫০ টাকা আমি ফেরত পেলাম
__________
৪.৫০ টাকা
উত্তর: কন্ডাক্টার ৪.৫০ টাকা নিলেন।
৪) ঝর্না ১০০ টাকা নিয়ে মেলায় গেল । সেখানে ২০.৫০ টাকার চুরি, ১০ টাকার বাঁশি কিনল ও ৬ টাকা দিয়ে নাগরদোলা চড়ল । ঝর্না কত টাকা ফেরত আনল?
সমাধান,
২০.৫০ টাকার চুরি কিনেছে
১০.০০ টাকার বাঁশি কিনেছে
+৬.০০ টাকার নাগরদোলা চড়ল
_________
৩৬.৫০ টাকা
১০০.০০ টাকা নিয়ে মেলায় গিয়েছিল
– ৩৬.৫০ টাকা মেলায় খরচ হয়েছে
________
৬৩.৫০ টাকা
উত্তর: ঝর্না ৬৩.৫০ টাকা ফেরত আনল।
৫) সানিয়া ১৫০.৫০ টাকায় এক ঝুড়ি আম কিনল । বাজারে গিয়ে ১৭৫ টাকায় বিক্রি করল । সে বিক্রি করে কত টাকা বেশি পেল?
সমাধান,
১৭৫.০০ টাকায় আম বিক্রি করল
– ১৫০.৫০ তাকে আম কিনল
__________
২৪.৫০ টাকা
উত্তর: সে বিক্রি করে ২৪.৫০ টাকা বেশি পেল ।
৬) রবি ৫০.৩০ মিটার লম্বা ফিতে থেকে দুটো টুকরো কেটে নিল । টুকরো দুটোর দৈর্ঘ্য যথাক্রমে ১০.২০ মিটার ও ১১.৩০ মিটার । রবি মোট কত দৈর্ঘ্যর ফিতা কাটল ও কত দৈর্ঘ্যর ফিতে পড়ে রইল?
সমাধান,
১০.২০ মিটার প্রথম টুকরো
+ ১১.৩০ মিটার দ্বিতীয় টুকরো
__________
২১.৫০ মিটার
___________
৫০.৩০ মিটার লম্বা ফিতে
– ২১.৫০ মিটার লম্বা ফিতে কাটা হল
_________
২৮.৮০ মিটার
_________
উত্তর: রবি মোট ২১.৫০ মিটার দৈর্ঘ্যর ফিতে কাটল ও ২৮.৮০ মিটার ফিতে পড়ে রইল ।
৭) ১৪.০৯ মিটার লম্বা বাঁশের ৪.২ মিটার কাদায়, ৩.০১ মিটার জলে আছে । জল ও কাদায় মোট কতটা ডুবে আছে? জল কাদার উপরে কত মিটার বাঁশ আছে?
সমাধান,
৪.২০ মিটার কাদাই আছে
+ ৩.০১ মিটার জলে আছে
_________
৭.২১ মিটার জল ও কাদায় ডুবে আছে
_________
১৪.০৯ মিটার লম্বা বাঁশ
– ৭.২১ মিটার বাঁশ জল ও কাদায় আছে
________
৬.৮৮ মিটার
উত্তর: জল কাদার ৬.৮৮ মিটার উপরে বাঁশ আছে ।
Class 5 Page 153
৮) আমি ফুলের দোকানে ১০.৫০ টাকা, মিষ্টির দোকানে ৫০ টাকা ৫০ পয়সা ও বই এর দোকানে ১১০.৫০ টাকা দিলাম । এখন আমার কাছে ২০ টাকা আছে । প্রথমে আমার কাছে কত টাকা ছিল ?
সমাধান,
১০.৫০ টাকার ফুল কিনলাম
৫০.৫০ টাকার মিষ্টি কিনলাম
+ ১১০.৫০ টাকার বই কিনলাম
________
১৭১.৫০ টাকা খরচ করলাম
________
১৭১.৫০ টাকা খরচ করলাম
+ ২০.০০ টাকা আছে
_______
১৯১.৫০ টাকা ছিল
_______
উত্তর: প্রথমে আমার কাছে ১৯১.৫০ টাকা ছিল ।
Class 5 Page 113 ও 115 ভগ্নাংশের যোগ বিয়োগ
Class 5 Page 137, 139 ও 140 সরল করি