বর্গাকার ও আয়তাকার অধ্যায়ে Class 5 Page 122

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত পঞ্চম শ্রেনীর বর্গাকার ও আয়তাকার অধ্যায়ে সমস্যা সমাধান দেওয়া হল যা বইয়ের 122 পাতায় রয়েছে।

বর্গাকার ও আয়তাকার অধ্যায়ে Class 5 Page 122

নিজে করি class 5 page 122

১। আয়তাকার জমির জন্য ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাই:

দৈর্ঘ্যপ্রস্থপরিসীমা
(ক) ৩০ মিটার২০ মিটার১০০ মিটার
(খ) ৫০ মিটার২৫ মিটার১৫০ মিটার
(গ) ৬০ সেন্টিমিটার৪০ সেন্টিমিটার২০০ সেন্টিমিটার
(ঘ) ১০০ সেন্টিমিটার৫০ সেন্টিমিটার৩০০ সেন্টিমিটার

(ক) আয়তাকার জমির অর্ধেক পরিসীমা = পরিসীমা ÷ ২ = ১০০ ÷ ২ = ৫০ মিটার

∴ দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি = ৫০ মিটার

আয়তাকার জমির প্রস্থ = ২০ মিটার

আয়তাকার জমির দৈর্ঘ্য = ৫০ – ২০ = ৩০ মিটার

(খ) আয়তাকার জমির অর্ধেক পরিসীমা = পরিসীমা ÷ ২ = ১৫০ ÷ ২ = ৭৫ মিটার

∴ দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি = ৭৫ মিটার

দৈর্ঘ্য = ৫০ মিটার

প্রস্থ = ৭৫ – ৫০ = ২৫ মিটার

(গ) আয়তাকার জমির অর্ধেক পরিসীমা = পরিসীমা ÷ ২ = ২০০ ÷ ২ = ১০০ সেন্টিমিটার

∴ দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি = ১০০ সেন্টিমিটার

প্রস্থ = ৪০ সেন্টিমিটার

দৈর্ঘ্য = ১০০ – ৪০ = ৬০ সেন্টিমিটার

(ঘ) আয়তাকার জমির অর্ধেক পরিসীমা = পরিসীমা ÷ ২ = ৩০০ ÷ ২ = ১৫০ সেন্টিমিটার

∴ দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি = ১৫০ সেন্টিমিটার

দৈর্ঘ্য = ১০০ মিটার

প্রস্থ = ১৫০ – ১০০ = ৫০ মিটার

২। একটি বর্গাকার ফুলের বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য ১০ মিটার। যদি বাগানটির প্রত্যেকধারের দৈর্ঘ্য ২ মিটার করে বাড়ানো হয়, তবে নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় কত বেশি হবে ?

সমাধান:

একটি বর্গাকার ফুলের বাগানের পরিসীমা = ৪ × একটি বাহুর দৈর্ঘ্য

= ৪ × ১০ মিটার = ৪০ মিটার

এখন , বর্গাকার ফুলের বাগানের ধারের দৈর্ঘ্য ২ মিটার বাড়ানো হল = (১০ + ২) = ১২ মিটার

∴ বর্ধিত ফুলের বাগানের পরিসীমা = ৪ × ১২ = ৪৮ মিটার

∴ তবে নতুন বাগানটির পরিসীমা = (৪৮ – ৪০ ) = ৮ মিটার বেশি হবে

৩। একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য ২৫ মিটার ও প্রস্থ ১৫ মিটার। যদি পার্কটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য ২ মিটার করে বাড়ানো হয় তবে নতুন বাগানটির পরিসীমা আগের থেকে কত বেশি হবে ?

সমাধান,

আয়তাকার পার্কের দৈর্ঘ্য ২৫ মিটার ও প্রস্থ ১৫ মিটার

আয়তাকার পার্কের পরিসীমা = ২ × (দৈর্ঘ্য + প্রস্থ)

= ২ × (২৫ + ১৫) = ২ × ৪০ = ৮০ মিটার

এখন, পার্কের প্রতিটি ধারের দৈর্ঘ্য ২ মিটার করে বাড়ালে, পার্কের দৈর্ঘ্য হবে = (২৫ +২) = ২৭ মিটার

ও পার্কের প্রস্থ = ১৫ +২ = ১৭ মিটার

∴ নতুন বাগানটির পরিসীমা = ২ × (দৈর্ঘ্য + প্রস্থ) = ২ × (২৭+১৭) = ২ × ৪৪ = ৮৮ মিটার

∴নতুন বাগানটির পরিসীমা আগের থেকে = ৮৮ – ৮০ = ৮ মিটার বেশি

৪। সমান পরিসীমা বিশিষ্ট একটি আয়তাকার ও একটি বর্গাকার জমি আছে। আয়তাকার জমির দৈর্ঘ্য ৪০ মিটার ও প্রস্থ ২০ মিটার। প্রতি মিটার বেড়ার জন্য ৭ টাকা খরচ হলে, বর্গাকার জমিটির চারপাশে বেড়া দিতে কত খরচ হবে ?

সমাধান,

আয়তাকার জমির দৈর্ঘ্য = ৪০ মিটার

আয়তাকার জমির প্রস্থ = ২০ মিটার

আয়তাকার জমির পরিসীমা = ২ × (দৈর্ঘ্য + প্রস্থ) = ২ × (৪০ + ২০) = ২ × ৬০ = ১২০ মিটার

আয়তাকার বাগানের পরিসীমা যদি ১২০ মিটার হয় তাহলে বর্গাকার জমির পরিসীমাও ১২০ মিটার হবে।

বর্গাকার জমির পরিসীমা = ১২০ মিটার

প্রতি মিটার বর্গাকার জমিতে বেড়া দিতে খরচ হয় ৭ টাকা

∴ বর্গাকার জমিটির চারপাশে বেড়া দিতে খরচ হবে = ১২০ × ৭ = ৮৪০ টাকা

উত্তর: বর্গাকার জমিটির চারপাশে বেড়া দিতে ৮৪০ টাকা খরচ হবে।

AEFD আয়তাকার জমির পরিসীমা = ২ × (দৈর্ঘ্য+প্রস্থ) = ২ × (AD+AE) = ২ × (১২ +৯) = ২ × ২১ = ৪২ মিটার

ABCD জমির পরিসীমা = ২ × (দৈর্ঘ্য+প্রস্থ) = ২ × (AD+AB) = ২ × (১২+১২) = ২ × ২৪ = ৪৮ মিটার

ঐকিক নিয়মের অংক Class 5 Page 213

ঐকিক নিয়মের অংক Class 5 Page 209 ও 210

পঞ্চম শ্রেনীর পাতা ২০৩ ও ২০৭ ঐকিক নিয়ম

Class 5 Page 126 ও 128 বর্গাকার ও আয়তাকার অধ্যায়ে

Leave a Comment